Image description

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৪২০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার পৌর এলাকার পদ্মপাড়া নিলিমা ভবনের নিচতলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন— উপজেলার পৌর এলাকার খাজানগর গ্রামের জীবন মিয়ার ছেলে মুক্তার হোসেন বাবু (৩৮), তাঁর স্ত্রী আয়েশা বেগম (৩০) ও উপজেলার নরসিংহপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মাহাবুব (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর পৌর এলাকার পদ্মপাড়ার নিলিমা ভবনে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ৪২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮টি মোবাইল ও বেশ কিছু নগদ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরো জানায়, মুক্তার হোসেন বাবুর বিরুদ্ধে নবীনগর থানায় ৬টি মাদক মামলা রয়েছে। এছাড়াও সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বড় মাদক ব্যবসায়ীদের মধ্যে অন্যতম বলে জানা যায়।

নবীনগর থানার অফিসার ইনচার্জ মো. শাহিনূর ইসলাম বলেন, "পুলিশের নিয়মিত কাজের পাশাপাশি গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে এই ইয়াবা সম্রাট বাবু ও তাঁর স্ত্রীসহ তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুপূর্বক আদালতে প্রেরণ করা হবে। আমাদের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।"

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বাসক জানান, "এলাকার মাদক ব্যবসায়ীদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। মাদকবিরোধী অভিযান নিয়মিত পরিচালিত হবে।"