"কৃষক শ্রমিক জনতা, গড়ে তোলো একতা"—এই স্লোগান সামনে নিয়ে রাজশাহীর বাঘায় কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন-এর উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন বি-২১৩৩ বাঘা উপজেলা এর আয়োজন করে। শুক্রবার (২৪ অক্টোবর-২৫) বিকেল সাড়ে ৩ টায় ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয়, কারিগরি ও কৃষি কলেজ হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাঘা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন রাজশাহী জেলা উপদেষ্টা অধ্যক্ষ নাজমুল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আবদুল মান্নান ভূঁইয়া। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মাওঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন অঞ্চল ও রাজশাহী জেলা সভাপতি খাইরুল আলম, বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন বাঘা উপজেলা কমিটির প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা সাংগঠনিক সম্পাদক এমদাদুল হকসহ বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
বক্তারা কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। পরে সমাধানের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে বলেন, স্বৈরাচার আ.লীগ সরকারের আমলে দেশের অন্যান্য খাতের মতো কৃষি খাতকেও ধ্বংস করে গেছে। তাই কৃষি এবং কৃষকদের সুদিন ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে।
বক্তারা আরো বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষকদের বিনা সুদে, সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা করতে হবে।
সার্বিক পরিচালনায় ছিলেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন বাঘা উপজেলা সভাপতি শফিকুল ইসলাম।




Comments