কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছে নবম শ্রেণির ছাত্র রাকিবুল হাসান (১৫)। নিখোঁজের ১০ দিন পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ মেলেনি।
রাকিবুল উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের দড়িকান্দি গ্রামের মোহাম্মদ হাসানের ছেলে এবং ঘোড়াশাল আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর (বুধবার) সকালে প্রতিদিনের মতো স্কুলে গিয়ে আর বাড়ি ফেরেনি রাকিবুল। আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজ নিয়েও কোনো সন্ধান না পেয়ে তার বাবা মোহাম্মদ হাসান পরদিন ১৬ অক্টোবর মুরাদনগর থানায় নিখোঁজ ডায়েরি (জিডি) করেন।
ছেলেকে না পেয়ে এখন দিশেহারা রাকিবুলের পরিবার। পুত্রের খোঁজে প্রতিদিন থানায় যোগাযোগ করেও কোনো তথ্য পাচ্ছেন না তারা।
রাকিবুলের বাবা মোহাম্মদ হাসান বলেন, ১০ দিন হয়ে গেল, আমার ছেলের কোনো খোঁজ পাই না। কোথায় আছে, কেমন আছে— কিছুই জানি না। একমাত্র ছেলেকে হারিয়ে আমাদের পুরো পরিবার ভেঙে পড়েছে। আমি সরকারের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতি অনুরোধ করছি, দয়া করে আমার ছেলেকে খুঁজে দিন।
এ বিষয়ে মুরাদনগর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই আলমগীর হোসেন বলেন, নিখোঁজ রাকিবুল হাসানকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
রাকিবুল নিখোঁজের ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।




Comments