Image description

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানার একটি মামলায় দুই বছরের কারাদণ্ড থেকে বাঁচতে নয় বছর ধরে পলাতক ছিলেন সেলিম সেখ। অবশেষে দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত সেলিম সেখ টঙ্গিবাড়ী উপজেলার হাসকিড়া গ্রামের আফাউদ্দিন শেখের ছেলে। শনিবার (২৫ অক্টোবর) বিকালে টঙ্গিবাড়ী উপজেলার আবদুল্লাহপুর হাসকিড়া চারালবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

টঙ্গিবাড়ী থানার এসআই জসিম উদ্দিন জানান, ২০১৩ সালে থানায় দায়ের করা একটি মাদক মামলায় ২০১৬ সালে মুন্সীগঞ্জ আদালত সেলিম সেখকে দুই বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই সে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। দীর্ঘ অনুসন্ধানের পর শনিবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার ওসি সাইফুল আলম বলেন, “দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি সেলিম সেখকে গ্রেফতার করা হয়েছে। তাকে রবিবার আদালতে প্রেরণ করা হবে।”