Image description

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন। এ সময় আত্মরক্ষায় লাইফ জ্যাকেট পরে হেলমেট-প্যাড পরিহিত যুবকদের দেখা যায়।  

আজ শনিবার (২৫ অক্টোবর) সকালে সদর উপজেলার বিরামপুর এলাকায় এই ঘটনা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই পূর্ব পাড়ার ব্যবসায়ী সাচ্চু মিয়ার সঙ্গে বিরোধ চলছিল পশ্চিম পাড়ার সাবেক চেয়ারম্যান হারুন-অর-রশিদের মধ্যে। সকালে এরই জেরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা।

এসময় সংঘর্ষে প্রাণ হারান নাছির মিয়া নামের একজন। আহত হয় উভয় পক্ষের অন্তত ৩০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।