কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৬ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে এলাকাবাসী। শনিবার দিবাগত মধ্যরাতে স্থানীয়রা ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার গ্রামের মধুছন্দা হল পাড়ার স্বপন প্রামাণিকের বাসা থেকে তাদের আটক করে। রাতেই পুলিশকে খবর দিলে থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
আটককৃতরা হলেন, স্বপন প্রামাণিক (২৪), আনোয়ার হোসেন (৪৫) ও আশরাফ আলী (২৯)।
এলাকাবাসী জানায়, স্বপন প্রামাণিক প্রায় দুই মাস যাবত বাগভান্ডার গ্রামের মধুছন্দা হল পাড়ায় একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। শনিবার গভীর রাতে তার বাসার সামনে রাস্তার পাশে স্থানীয়রা একটি মোটরসাইকেল দেখতে পান। কিছুক্ষণ পরে স্বপন প্রামাণিকের বাসা থেকে আশরাফ আলী একটি ব্যাগ হাতে বের হন। ব্যাগটি মোটরসাইকেলে বাঁধার সময় তাদের আচরণ সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাদেরকে আটক করে জিজ্ঞাসা করলে তারা সদুত্তর দিতে পারেনি। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ স্বপন প্রামাণিকের বাসায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল, ৪টি মোবাইল ফোন ও নগদ ২৩৫০ টাকা জব্দ করে।
ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে রবিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।




Comments