Image description

মানিকগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) বেলা বারোটায় বর্ণাঢ্য একটি র‍্যালি স্টেডিয়াম মোড় এলাকা থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খালপাড়ে এসে শেষ হয়।

এর আগে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।

উদ্বোধনী অনুষ্ঠানে আফরোজা খানম রিতা বলেন, মূল দলের পরেই যুবদলের অবস্থান। আপনাদের এই সম্মানটা ধরে রাখতে হবে। সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করে সামনে এগিয়ে নিতে হবে।

এ সময় জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপুর সভাপতিত্বে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আ ফ ম নূরতাজ আলম বাহার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন সহ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।