Image description

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদের রাজস্ব আয় থেকে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থী, শিক্ষার্থীর মা এবং শ্রেষ্ঠ বিদ্যালয় ক্যাটাগরিতে সংবর্ধনা ও সার্টিফিকেট বিতরণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায়, শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদের আয়োজনে, ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুফি মিয়ার সভাপতিত্বে, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মুশিউর রহমান রাজার সঞ্চালনায় সংবর্ধনা ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, বেসরকারি টেলিভিশন চ্যানেল আর টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শহিদ নুর আহমেদ, হলদারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ছয়হাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবা রানী পাল, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তোফাজ্জল হোসেন।

সভায় আরও বক্তব্য দেন, ইউপি সদস্য মাসুক আলী, কৃতি শিক্ষার্থী অভিভাবক গীতা রানী বৈদ্য, রুনা বেগম, মতিয়া বেগম, পরীক্ষার স্বেচ্ছাসেবক মারুফ আহমেদ ও এমদাদ হোসেন শিপু, শিক্ষার্থী ইফাত হোসেন চৌধুরী।

সভায় দরগাপাশা ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের ১০০ কৃতি শিক্ষার্থী ও ১০০ অভিভাবকের হাতে সার্টিফিকেট ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ৫ম শ্রেণির ৫৮ জন ও ৪র্থ শ্রেণির ৪২ জন শিক্ষার্থী প্রাথমিক মেধা যাচাই পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়।