Image description

‎সিরাজগঞ্জের তাড়াশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রাজিব আহমেদ মাসুমের নেতৃত্বে একটি র‍্যালী তাড়াশ পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুড়ে মহুরী অফিস চত্বরে এসে শেষ হয়। 

পরে সেখানে আলোচনা সভা শেষে দুপুরে সাংবাদিক, সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতা-কর্মীদের নিয়ে শতাধিক এতিম মাদ্রাসা ছাত্রদের নিয়ে এক সাথে দুপুরের খাবার পরিবেশ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মিলন হোসেন খান, শুকুর মির্জা, এস এম রুহুল আমিন, ছাত্রদলের সদস্য সচিব শাহাদাৎ হোসেন, যুগ্ন আহবায়ক ইমরান হাসান সজিব, তাড়াশ পৌর সেচ্ছা-সেবকদলের আহবায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব হাসান মির্জা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।