মাওলানা তোফায়েল আহমেদ ফাউন্ডেশনের আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্প
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় মাওলানা তোফায়েল আহমেদ ফাউন্ডেশনের আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম চরবলেশ্বর গ্রামে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রী মেডিকেল সেবার মধ্যে ছিল- ব্লাড গ্রুপিং, উন্নত মানের যন্ত্রাংশ দিয়ে চোখের বিভিন্ন পরীক্ষা, চোখের ছানি অপারেশন, রোগীদের মেডিসিন প্রদান ও চোখের নেত্রণালীর সমস্যা চিহ্নিত করণ। এ ক্যাম্পটি উদ্বোধন করেন তোফায়েল আহমেদ ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যক্ষ জহিরুল হক।
মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে তোফায়েল ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আরিফ বিল্লাহ এর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ শরীফ বিল্লাহ এর সঞ্চালনায় আরও বক্তব্য দেন- তোফায়েল ফাউন্ডেশনের উপদেষ্টা জাকির হোসেন হাওলাদার ও কাজী রফিকুল ইসলাম, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মুসা খাঁন, সেক্রেটারি রফিকুল ইসলাম এবং তরুণ সমাজ সেবক মো: শোয়াইব শিকদার।
বক্তারা বলেন- সেবা দানের ব্রত নিয়া যাত্রা শুরু করেছে মাওলানা তোফায়েল আহমেদ ফাউন্ডেশন। দুনিয়ার কোনো মোহ লাভের জন্য নয় বরং প্রান্তিক মানুষের জীবন মান উন্নয়ন ও ধর্মীয় ও নৈতিক শিক্ষার সম্প্রসারণ, নারী সমাজের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা, যুব সমাজকে মাদকাসক্ত থেকে বিরত রাখার জন্য মাদক বিরোধী জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করার উদ্দেশ্যে এ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে।
বক্তারা আরও বলেন, এখানে থাকবে শিক্ষা প্রতিষ্ঠান, এখানে থাকবে সামাজিক প্রতিষ্ঠান, এখানে থাকবে অন্যায় প্রতিরোধের প্রতিষ্ঠান। সেই উদ্দেশ্য নিয়েই আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি, আপনাদের সার্বিক সহযোগিতা ও সমর্থন আমাদের একান্ত কাম্য। বক্তারা এই ফাউন্ডেশনের অগ্রযাত্রাকে সাধুবাদ জানান।
পরে সোমবার বিকালে ইন্দুরকানী উপজেলার নির্বাহী অফিসার ও মাওলানা তোফায়েল আহমেদ ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা হাসান-বিন মুহাম্মাদ আলী মেডিকেল ক্যাম্পে উপস্থিত হলে তার কাছে ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি উন্নত মানের মাদ্রাসার নাম প্রস্তাব করলে তিনি সম্মত প্রকাশ করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।




Comments