পটুয়াখালীর বাউফলে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা সদরে র্যালিটি বিএনপি নেতা শহিদুল আলম তালুকদারের বাসভবন থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোলাবাড়ী এলাকায় গিয়ে শেষ হয়।
এতে স্থানীয় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও শ্লোগানসহ অংশ নেন। পরে গোলাবাড়ী এলাকায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া পৃথকভাবে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক আহম্মেদ তালুকদারের নেতৃত্বে একটি র্যালি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, যুবদল প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের যুবসমাজকে সংগঠিত করা। আজও সেই আদর্শ বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
বক্তারা সংগঠনের ৪৭ বছরের সংগ্রামী ইতিহাস তুলে ধরে বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকটে যুবদলের নেতাকর্মীদের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য জাকির মৃধা, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী পলাশ, শ্রমিকদলের সভাপতি হাসান মঞ্জু, উপজেলার সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক হিরন জোমাদ্দার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান হাওলাদার, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী গিয়াস, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম জুরান, সাইফুল ইসলাম ফিরোজসহ দলীয় নেতাকর্মী।




Comments