Image description

দিনাজপুরের বিরলে রবি মৌসুমে আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মোট ১৭শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ১ কেজি বীজ (সরিষা), ১০ কেজি ডিওপি, ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরন করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার রুম্মন আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার বরকত উল্লাহ, আফরোজা হক আঁখি ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শাহাজাহান আলী।