Image description

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাকিষবাথান এলাকায় জয়দেবপুর-রাজশাহী রেললাইনের ট্রেনের নিচে কাটা পড়ে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার দুপুরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত আব্দুল কাইয়ুম (২৪), বগুড়ার আলমদিঘী থানার কুসন্তি মধ্যেপাড়া এলাকার আমিনুর রহমান মৃধার ছেলে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাইয়ুম আলী জানান, গাজীপুরের কালিয়াকৈরে বাসা ভাড়া থেকে একটি গার্মেন্টসে চাকরি করতো আব্দুল কাইয়ুম। সকালে তিনি কালিয়াকৈর উপজেলার মাকিষবাথান এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইন পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে  ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।