Image description

দিনাজপুরের খানসামা উপজেলায় প্রতিষ্ঠিত পাকেরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নোংরা পরিবেশ পরিচ্ছন্নতার অভাবে রোগী ও স্বজনদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। 

এ বিষয় (২৮ অক্টোবর) মঙ্গলবার সরোজমিনে গিয়ে দেখা যায় হাসপাতালের প্রবেশ গেটের স্যাঁতসেঁতে দেয়াল থেকে শুরু করে ওয়ার্ডের টয়লেট করিডরে দুর্গন্ধ ও ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে। নিয়মিত পরিস্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা না থাকায় হাসপাতালের পরিবেশ দিন দিন নাজুক হয়ে পরেছে বলে জানায় রোগীরা। 

হাসপাতালে ভর্তি রোগী স্বপন কুমার জানান হাসপাতালের বাথরুম কোন ভাবেই ব্যবহারের উপযোগী নয়, মেঝেতে পানি জমে থাকে সবসময়, সকাল থেকে একবারেও বাথরুমে যাই নাই। আর ভর্তি রোগী জানায়, হাসপাতালে নিয়মিত জীবাণু নাশক দিয়ে পরিস্কার করা হয় না। বেডের পাশেই দুর্গন্ধ আর ময়লা আবর্জনা ভড়া। চিকিৎসা নিতে এসে এমন অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হচ্ছে,এতে রোগীদের রোগ নিরাময়ের পরিবর্তে নতুন রোগে আক্রান্তে আশঙ্কা সৃষ্টি হচ্ছে। 

এ বিষয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীল কর্মকর্তা জানান দুইজন ক্লিনার দিয়ে চলে এই হাসপাতাল। উল্টো হাসপাতাল অপরিস্কারের জন্য রোগীদের বিরুদ্ধে অভিযোগ করেন এই কর্মকর্তা। তবে কতৃপক্ষের দায় এড়ানো বক্তব্যে ক্ষুব্ধ স্থানীয় ও রোগী সাধারণরা।

দ্রুত হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা ও চিকিৎসার পরিবেশ ফিরিয়ে আনার জন্য উর্ধতন ও কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেন স্থানীয় সচেতন নাগরিকরা।

এ বিষয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পঃপঃ কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন ছোট উপজেলা হলেও এই হাসপাতেলে আউটডোর ও ইনডোরে প্রতিনিয়ত অসংখ্য রোগীর চাপ পোহাতে হচ্ছে যা ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি। পরিস্কার পরিচ্ছন্নতা বিষয় জানতে চাইলে বলেন বিষয়টি আমি দেখেছি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আশ্বাস দেন এই কর্মকর্তা।