নির্বাচন বানচাল করতে দেশী-বিদেশী ষড়যন্ত্র হচ্ছে : কয়ছর আহমদ
যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কয়ছর এম আহমদ বলেছেন, 'দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে স্বৈরাচার হাসিনার ভীত নড়ে গিয়েছিল। ফলে জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার পতনের মধ্য দিয়ে দেশে আংশিক গণতন্ত্র ফিরে এসেছে। পুরোপুরি গণতন্ত্র ফিরে আসবে জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার মাধ্যমে। কিন্তু ফেব্রুয়ারীর নির্বাচনকে বানচাল করতে দেশী-বিদেশী ষড়যন্ত্র হচ্ছে। তাই সকল ষড়যন্ত্র বানচাল করতে বিএনপির সকল ইউনিটের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নিজেদের মধ্যে কাঁদা ছুড়াছুড়ি পরিহার করে ধানের শীষ প্রতিক নিয়ে মানুষের বাড়ি বাড়ি যেতে হবে।
মঙ্গলবার বিকাল ৪ টায় শান্তিগঞ্জের ঝিলমিল অডিটোরিয়ামে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য র্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, 'গণতন্ত্র পুনরুদ্ধারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা অগ্রগণ্য। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনার পতনের আন্দোলনে জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দ প্রাণ দিয়েছেন, হামলা-মামলার শিকার হয়েছেন। তাদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আপনাদের দীর্ঘদিনের আন্দোলন ও ত্যাগের ফলে দেশ আজ স্বৈরাচারমুক্ত। এখন দেশ নির্বাচনের দিকে এগোচ্ছে। তাই আমাদের নির্বাচন নিয়ে কাজ করা উচিৎ। দেশ পুণর্গঠনের ৩১ দফা কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ধানের শীষ প্রতিকে ভোট দেওয়ার জন্য তরুণ ও মহিলা ভোটারদের আকৃষ্ট করতে হবে।
উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রঞ্জিত সুত্রধর ও যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমদের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, কেন্দ্রিয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুকিদ ও সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন।
সভায় আরোও বক্তব্য দেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনসুর আলম, মনোয়ার হোসেন মিন্টু, জিলানি মিয়া, সদস্য শহিদুল ইসলাম, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ,পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত, শিমুলবাঁক ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিক, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের সভাপতি শহিদ মিয়া, পাথারিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মনসুর আলম, জয়কলস ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক নুর আহমদ সবুজ, সদস্য রায়হান উদ্দিন ও উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম।
সভায় শান্তিগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।




Comments