কুষ্টিয়ায় দুদকের তদন্ত
স্বাস্থ্য সহকারী নিয়োগে প্রশ্ন ফাঁসের সত্যতা, জুতা নিক্ষেপ করে প্রতীকি প্রতিবাদ
কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের অধীনে স্বাস্থ্য সহকারী নিয়োগে প্রশ্ন ফাঁসের ঘটনায় দুদকের তদন্তে সত্যতা পাওয়ায় জুতা নিক্ষেপে করে প্রতিবাদ করেছে দুর্নীতিবিরোধী ছাত্রজনতা। বুধবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করে বৈষম্যরোধী চাকরি প্রত্যাশী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
এ ঘটনার প্রতিবাদে বৈষম্যরোধী চাকরি প্রত্যাশী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলো কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করে।দুর্নীতির প্রতীকী প্রতিবাদ হিসেবে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জুতার আঘাতের মাধ্যমে দুর্নীতিবাজদের প্রতীকী শাস্তি দেন।
এ সময় বক্তব্য রাখেন, আপ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নেতা সুলতান মাহবুব তালহা, আলী মুজাহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সাবেক আহ্বায়ক হাসিবুর রহমান, সদস্য সচিব মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আমাদের হুমকি দিয়ে আন্দোলন থামানো যাবে না। দুর্নীতি বন্ধ না হওয়া পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব। অপরদিকে জানা যায়, কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের অধীনে গত শুক্রবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও দুর্নীতির অভিযোগে তোলপাড় চলছে পুরো জেলায়।
এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া গত ২৬ ও ২৭ অক্টোবর দুইদিনব্যাপী এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।
দুদকের সূত্র জানায়, অভিযানের সময় নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁস সংক্রান্ত প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য গ্রহণ করা হয়। পরে সিভিল সার্জন কার্যালয় থেকে বিভিন্ন নথি ও প্রয়োজনীয় তথ্য জব্দ করে দুদক টিম।
প্রাথমিক পর্যালোচনায় দেখা যায়, স্থানীয় বিভিন্ন দপ্তরের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে প্রশ্নফাঁসের ঘটনা সংঘটিত হয়েছে। এ বিষয়ে জড়িত সন্দেহে কয়েকজন কর্মকর্তার মোবাইল ফোন ও অন্যান্য আলামত জব্দ করেছে দুদক। তদন্ত টিম প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করেছে। এদিকে দুদকের তদন্ত ও নাগরিক প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে স্বাস্থ্য সহকারী নিয়োগের এই প্রশ্নফাঁস কেলেঙ্কারি।




Comments