ঐক্য কমিশনের প্রতিবেদনে ‘অনৈক্যের সুর’ ফুটে উঠেছে : শামা ওবায়েদ
ঐক্য কমিশনের প্রতিবেদনে ‘অনৈক্যের সুর’ ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্ত্রব্য করেন। ‘
তিনি বলেন, দেশের ছাত্র, যুব ও নারী সমাজ সুষ্ঠু ভোটের অপেক্ষায় আছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন যদি ভোটের অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে আন্দোলনে আত্মত্যাগকারী নেতাকর্মীদের রক্ত বৃথা যাবে বলে সতর্ক করেন তিনি।
তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবদলের সদস্য রবিউল ইসলাম রবি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, তৈয়বুর রহমান মাসুদ, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ, উপজেলা যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, নাজমুল হাসান রাজু, পৌর যুবদল নেতা আবু কায়েস মুন্সি প্রমুখ উপস্থিত ছিলেন।




Comments