Image description

“কিশোরকণ্ঠ পড়বো, জীবনটাকে গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে অনুষ্ঠিত হয়েছে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার রানীগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ এবং রানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, মাসিক শিশু-কিশোর পত্রিকা কিশোরকণ্ঠ-এর সহযোগিতায় এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ থেকে ১০ম শ্রেণির ৭৮৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষা কার্যক্রম পরিচালনায় ছিলেন স্থানীয় শিক্ষক মণ্ডলী ও কেন্দ্র উপদেষ্টা মোফাখ্খারুল ইসলাম মোল্লা এবং ৩ নং ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের পরিচালক রাশেদ ও সাকিব।

এ সময় দিনাজপুর জেলা দক্ষিণ কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের পরিচালক আবুল কালাম আজাদ বলেন, পরীক্ষায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নৈতিক শিক্ষা, সাধারণ জ্ঞান ও ধর্মীয় বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়। কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং আলোকিত সমাজ গঠনে তাদের উদ্বুদ্ধ করা।

অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, আগামী সপ্তাহে পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হবে।