 
                   গাজীপুরের জয়দেবপুর লেভেল ক্রসিং এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনের অদূরে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গেছে।
ট্রেনটি কয়েকশত যাত্রী নিয়ে ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর জংশনের কাছে পৌঁছালে হঠাৎ যাত্রীবাহী দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে এবং ট্রেনে থাকা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে ট্রেনের বগি উদ্ধারে দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাইনচ্যুত বগি উদ্ধার সম্ভব হয়নি।
জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হাসান আলী বলেন, "ট্রেনের বগি উদ্ধারে কাজ চলছে। এখনও কোনো শিডিউল বিপর্যয় হয়নি। শুক্রবার থাকায় বিকেল সড়ে ৪টা পর্যন্ত এই লাইনে ট্রেন নেই। দ্রুত সময়ের মধ্যে লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার করা হবে।"
 
                



 
               
Comments