Image description

কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে বাংলাদেশের জনপ্রিয় ও সর্ববৃহৎ ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সিলেট জেলা পূর্বের জৈন্তাপুর উপজেলার দুইটি কেন্দ্র— জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও জৈন্তিয়া ডিগ্রী কলেজে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার ৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও মাদ্রাসার ৪র্থ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর ১ হাজার ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সকাল ১০টা থেকে শুরু হয়ে ১১.৩০ মিনিট পর্যন্ত ১০০ মার্কের পরীক্ষা চলাকালীন সময় জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬ শত জন শিক্ষার্থী ও জৈন্তিয়া ডিগ্রী কলেজ কেন্দ্রে ৪ শত ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এই দুটি কেন্দ্রের সচিব ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি রুবেল বিন উসমান ও মানিক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেন। আগত শিক্ষক মণ্ডলী ও অভিভাবকবৃন্দ এ বছরের বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কিশোরকণ্ঠ পাঠক ফোরামের প্রশংসা করেন।

অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এ ধরনের আরও আয়োজন বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়া লেখায় মনোযোগী হবে এবং মেধা বিকাশে সহায়ক হবে।

মেধাবৃত্তি শুরু হওয়ার পর কেন্দ্র পরিদর্শন করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার সেক্রেটারি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী মো. জয়নাল আবেদীন, সিলেট তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তোফাজ্জুল হোসেন, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, কিশোরকণ্ঠ পাঠক ফোরামের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম শিকদার, জেলা পূর্বের বর্তমান পৃষ্ঠপোষক মহসিন আলমাছ, বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলা শাখার আমীর গোলাম কিবরিয়া, জৈন্তাপুর উপজেলা কিশোরকণ্ঠ পাঠক ফোরামের চেয়ারম্যান মহসিনুল আলম, ভাইস চেয়ারম্যান হোসাইন আহমদ, বিয়াম সাবেক আমীর মাওলানা মামুনুর রশিদ, মাওলানা আনোয়ারুল আম্বিয়া, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফীজ শামসুজ্জামান, বিয়াম কদরত উল্লাহ স্কুল এন্ড কলেজ এর আবু সুয়িয়ান, শিক্ষক মঞ্জুর আহমদ, আব্দুর রহিম, জালাল আহমদ, হাবিবুর রহমান, হেলাল আহমদ এবং সার্বিক সহযোগিতায় ছিলেন জহিরুল ইসলাম রাজু।