সালথায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি পালন
 
                   “গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর”—এই প্রতিপাদ্যকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলা যুবদল দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে।
শুক্রবার (৩১ অক্টোবর) দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল পোনা মাছ অবমুক্তকরণ, বৃক্ষরোপণ এবং পথচারীদের মাঝে খাবার বিতরণ।
কর্মসূচির শুরুতে কুমার নদীসহ উপজেলার বিভিন্ন জলাশয়ে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। এরপর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন সড়কের পাশে ফলজ গাছ রোপণ করা হয়। শেষে সালথা সদর বাজারসহ বিভিন্ন এলাকায় পথচারীদের মাঝে খাবার ও পানীয় বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ এবং সঞ্চালনা করেন মো. এনায়েত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা মিরান হুসাইন, ফরিদ হোসাইন, খোকন মাতুব্বর, ইমরান হোসেন, জসিম মোল্লা, ইয়াসিন মোল্লা, তরিকুল ইসলাম লায়েক, শিমুল মিয়া, মো. রাসেল, মামুন হোসেন, কাজী মতিয়ার রহমান, মোশারফ হোসেন মুসা, বেলায়েত হোসেন, কবির হোসেন, মো. মহিন, সোহেল রানা, উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি মো. ইয়াসিন বিশ্বাস এবং ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা যুবদলের পক্ষ থেকে হাসান আশরাফ বলেন, “আমরা বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু আপার নেতৃত্বে এ কর্মসূচি পালন করছি। যুবদল সব সময় গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও যুবসমাজকে সংগঠিত করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবে যুবদল।”
 
                



 
               
Comments