Image description

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণের লক্ষ্যে আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মধ্যরাত থেকে সাগর ও নদীতে শুরু হচ্ছে জাটকা ইলিশ শিকারের ওপর আট মাসের নিষেধাজ্ঞা। আগামী ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত চলবে এ নিষেধাজ্ঞা।

মৎস্য বিভাগ জানিয়েছে, এ সময় ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের সব ধরনের জাটকা ইলিশ ধরা, ক্রয়–বিক্রয়, পরিবহন, মজুত ও বিনিময় দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। আইন অমান্য করলে এক থেকে দুই বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড, বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন সংশ্লিষ্টরা।

জাটকা রক্ষায় পটুয়াখালী জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস, কোস্টগার্ড ও নৌ–পুলিশের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম।

তিনি বলেন, “জাটকা সংরক্ষণে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ইলিশ উৎপাদন টিকিয়ে রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।”

অবরোধকালীন সময়ে জেলার নিবন্ধিত ৮৯ হাজার জেলে পরিবারকে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় চার মাস ধরে প্রতি মাসে ৪০ কেজি করে চাল প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি।