হবিগঞ্জের মাধবপুরে আশিক মিয়া (১৮) নামের এক যুবকের বিরুদ্ধে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার আদাঐর ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটেছে।
আশিক ওই গ্রামের আব্দুল মিয়ার (৪০) ছেলে।
ভিক্টিমের মা জানিয়েছেন, বাড়ির পাশের দোকান থেকে পান এনে দেওয়ার কথা বলে নিকটবর্তী একটি ঝোপে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে আশিক। ভিক্টিমের চিৎকারে লোকজন জড়ো হলে আশিক পালিয়ে যায়। ঘটনার পর গুরুতর অবস্থায় শিশুটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে সে চিকিৎসাধীন রয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যাহ জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভিক্টিম হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। '
 
                



 
               
Comments