Image description

বাংলাদেশ সড়ক-মহাসড়ক পণ্য পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা ও মহানগর উত্তর দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শাখা কমিটির প্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকাল ৪টায় সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটস্থ সলিমপুর সিডিএ আবাসিকের রাস্তার মাথায় উক্ত অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মৃত্যুবরণকারী দুইজন পণ্য পরিবহন শ্রমিকের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

বাংলাদেশ সড়ক-মহাসড়ক পণ্য পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. সফিউল্লাহ'র সভাপতিত্বে এবং আইন বিষয়ক সম্পাদক মো. ইলিয়াসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন মো. আসলাম চৌধুরী এফসিএ।

প্রধান অতিথিকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন যুগ্ম সম্পাদক মো. রফিক ওমর। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সড়ক-মহাসড়ক পণ্য পরিবহন শ্রমিক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ওয়াজি উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আলহাজ্ব লায়ন মো. আলমগীর হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কাশেম, মো. মিজানুর রহমান মিজান, আলহাজ্ব নুরুল আনোয়ার কোম্পানি, মো. গিয়াস উদ্দিন কোম্পানি, মো. মাহবুব আলম কোম্পানি, মো. সালাউদ্দিন কোম্পানি, পিপলু বড়ুয়া, জয়নাল খাঁন লাদেন, মো. ইদ্রিস বাহাদুর, মো. রফিক ওমর, মো. সেলিম, বিএনপি নেতা মো. মহিউদ্দিন, ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম মেম্বার।