লাখাইয়ে ফুটবল টুর্নামেন্টের মঞ্চে দুষ্কৃতকারীদের অগ্নিসংযোগ
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মশাদিয়া মিনি ফুটবল স্টেডিয়ামে চলমান 'শহীদ জিয়াউর রহমান স্মৃতি মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের' মঞ্চে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ৩০ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে এ ঘটনা ঘটে।
লাখাই উপজেলা যুবদলের আয়োজনে এই টুর্নামেন্টের মঞ্চ কে বা কারা আগুনে পুড়িয়ে দিয়েছে, তা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লাখাই উপজেলা যুবদল কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করেছিল এবং খেলা সেমিফাইনাল পর্যন্ত চলছিল। খেলাধুলার উচ্ছ্বাসে ভরা মাঠের এমন একটি মঞ্চে দুষ্কৃতকারীরা আগুন দেওয়ায় স্থানীয়দের মাঝে নিন্দার ঝড় উঠেছে।
এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, "কে বা কারা আগুন লাগিয়েছে, এখন পর্যন্ত তা জানা যায়নি। তবে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং এ ব্যাপারে তদন্তে আছে।"
ওসি আরও জানান, এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
 
                



 
               
Comments