রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এহসানউল্লাহকে বুধবার সকাল থেকে তার কর্মস্থল পাওয়া যাচ্ছে না।
পুলিশ সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি প্রতিনিধিদল রাজশাহী জেলা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার সকালে সরদা পুলিশ একাডেমিতে কর্মরত ডিআইজি এহসানউল্লাহকে আটক করতে যায়। একপর্যায়ে পুলিশ কর্মকর্তা এহসানউল্লাহ বিষয়টি জানতে পেরে সেখান থেকে সরে যান।
পুলিশ একাডেমির পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) সাইফুল ইসলাম বলেন, বুধবার সকাল থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত। পরদিন ডাকযোগে একটি ছুটির আবেদন পাঠিয়েছেন। তবে সেটি গৃহীত হয়নি।
এ বিষয়ে জানতে ডিআইজি এহসানউল্লাহ এবং পুলিশ একাডেমি সারদার প্রিন্সিপাল ও অ্যাডিশনাল আইজিপি তৌফিক মাহবুব চৌধুরীকে ফোন করা হলে রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।
 
                



 
               
Comments