 
                   গাজীপুরের জয়দেবপুরে লাইনচ্যুত হওয়া ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের দুটি বগি চার ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এর ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বগিগুলো তোলার পর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর স্টেশন ছেড়ে গেছে। এর আগে, দুপুর ২টার দিকে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনের অদূরে এই দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, "বিকেল ৫টা ৪০ মিনিটে ট্রেনের বগি উদ্ধার হয়েছে। এরপর সন্ধ্যা ৬টা ১০ মিনিটে যাত্রী নিয়ে মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে গেছে ট্রেনটি।"
জানা গেছে, ট্রেনটি কয়েকশ যাত্রী নিয়ে ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশে যাত্রা করছিল। জয়দেবপুর জংশনের কাছে পৌঁছলে হঠাৎ যাত্রীবাহী দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এই ঘটনায় ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে দুটি উদ্ধারকারী দল দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং বিকেল ৫টা ৪০ মিনিটে বগিগুলো উদ্ধার করতে সক্ষম হয়। এরপর ট্রেনটি সন্ধ্যা ৬টা ১০ মিনিটে স্টেশন ত্যাগ করে।
 
                



 
               
Comments