Image description

খুলনার পাইকগাছায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মো. সোহরাব আলী সরদার (৭০) নামের এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভার কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

সোহরাব আলী সরদার (৭০) উপজেলার হরিঢালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাস্তার পাশে ভিক্ষা করছিলেন সোহরাব আলী। হঠাৎ দ্রুতগামী একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যাতা নিশ্চিত করে পাইকগাছা থানার ওসি মো. রিয়াদ মাহমুদ বলেন, ‘ খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।