দুর্গাপুরে এক রাতের ভারী বৃষ্টিতে ফসলি জমি এবং পুকুরে ব্যাপক ক্ষতি
রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় এক রাতের ভারী বৃষ্টিতে কৃষকের খেত, ফসলি জমি এবং পুকুরে ব্যাপক ক্ষতি হয়েছে।
স্থানীয় কৃষক ও পুকুর মালিকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা ফসল ও মাছ চাষে নিজেদের স্বপ্ন সাজিয়েছিলেন। কিন্তু মাত্র এক রাতের বৃষ্টিতে তাদের শখের খামার ও পুকুর পানিতে তলিয়ে গেছে।
স্থানীয় কৃষক রাকিব হোসেন রাবু বলেন, “আমরা সারা বছর পরিশ্রম করেছি, কিন্তু রাতের বৃষ্টিতে আমাদের স্বপ্ন পানিতে ডুবে গেছে। এখন ফসল বা মাছ উৎপাদন শুরু করা কল্পনাও করা যাচ্ছে না।”
উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন লাবনী জানান, “আমরা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। জেলা কৃষি দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রাথমিক সহায়তা এবং পুনরায় চাষাবাদ শুরু করার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষকরা যাতে পুনরায় ফসল উৎপাদন শুরু করতে পারেন, তার জন্য প্রয়োজনীয় বীজ, সার ও প্রযুক্তিগত সহায়তার ব্যবস্থা করা হবে।”
উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে এবং প্রাথমিক জরিপের পর জানিয়েছে, কৃষকদের জন্য সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।
কৃষকরা আশা করছেন প্রশাসনের দ্রুত সহায়তা এবং উপজেলা কৃষি দপ্তরের পরামর্শ অনুযায়ী পুনরায় উৎপাদন শুরু করার জন্য সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।



Comments