মোহনগঞ্জ উপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
মোহনগঞ্জ উপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মোহনগঞ্জ মাল্টিপারপাস হল রুম কাম অডিটোরিয়ামে শনিবার (১লা নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা বিএনপির নবনির্বাচিত পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এতে নবগঠিত কমিটির সভাপতি সেলিম কার্ণায়েনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান (ভিপি জাহাঙ্গীর) এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুল।
গত ২৪শে জুলাই ২০২৫, মোহনগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নের ৪৯৭ জন কাউন্সিলরগণের সরাসরি ভোটের মাধ্যমে উপজেলা সভাপতি সেলিম কার্ণায়েন ও সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান নির্বাচিত হন। পরবর্তীতে ৯ জন সহ-সভাপতি, ৩ জন যুগ্ম-সম্পাদক, ২ জন সাংগঠনিক, ২ জন সহ-সাংগঠনিক সম্পাদক সহ ৫১ জন সম্পাদক মণ্ডলীর সদস্য ও ৫০ জন নির্বাহী সদস্য সহ মোট ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ উপজেলা কমিটির অনুমোদন দান করে নেত্রকোনা জেলা কমিটি। পরিচিতি সভায় অনুষ্ঠানের সঞ্চালক গোলাম এরশাদুর রহমান একে একে কমিটির সকল সদস্যকে পরিচয় করিয়ে দেন।
সভাপতি সেলিম কার্ণায়েন, তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার লক্ষ্যে ধানের শীষ প্রতীকে আগামী নির্বাচনে ভোট চেয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।




Comments