মটরশ্রমিক নির্বাচনে সংঘর্ষ: আহ্বায়ক বাবুলের উপর হামলা, সড়ক অবরোধ
ময়মনসিংহের মুক্তাগাছা মটরশ্রমিক ইউনিয়নের সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গতকাল রাতের ঘটনায় আহ্বায়ক সুলতান মাহমুদ বাবুলকে পুলিশ বেরিকেট ভেঙে মারধর করে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী জহির।
আজ দুপুর থেকে বাবুল ও তার অনুসারীরা টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে হামলাকারীদের বিচারের দাবি জানিয়েছে। বিক্ষোভের সময় বাবুল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী আবুল হোসেন জানান, নির্বাচনের সময় শ্রমিক ও নির্বাচন কমিটির সদস্যদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বাবুলকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাবুলের মাথায় ৫–৬ সেলাই লেগেছে।
বাবুল অভিযোগ করেছেন, “নির্বাচনে কোনো কারচুপি হয়নি। ফল গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঘোষণা করা হয়েছে। কিন্তু সোহাগ ও জহির ফল মেনে না নিয়ে পরিকল্পিতভাবে হামলা করেছে। আমার হত্যার উদ্দেশ্য ছিল। গতকাল সরকারি স্কুলেও তারা হামলা চালিয়ে কোটি টাকার ক্ষতি করেছে। যতক্ষণ তাদের বিচার হবে না, সড়ক অবরোধ চলবে।”
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং সড়ক অবরোধ তুলে দেওয়ার জন্য শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা চলছে। হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ জানান।
হামলাকারী জহির ও সোহাগর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোনে পাওয়া যায়নি।




Comments