নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের মোহনপুর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক উঠান বৈঠকে বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত আটজন জামায়াত কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার সকালে আড়াইহাজার দক্ষিণ শাখা জামায়াতের আমীর মাওলানা হাদিউল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, শুক্রবার রাত আটটার দিকে জামায়াতের ২ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে মোহনপুর পূর্ব ও পশ্চিমপাড়ার মাঝামাঝি রাস্তায় একটি উঠান বৈঠক আয়োজন করা হয়। ওই সময় খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেনের নির্দেশে স্থানীয় বিএনপি নেতা আব্দুর কাদের জিলানী, জালাল উদ্দিনসহ ১৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বৈঠকস্থলে হামলা চালায়।
হামলাকারীরা বৈঠকের চেয়ার ও সাজসজ্জা ভাঙচুর করে এবং অংশগ্রহণকারীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে জামায়াতের প্রচার সম্পাদক শাহাবুদ্দিন, কর্মী জামাল হোসেনসহ আটজন আহত হন। গুরুতর আহত শাহাবুদ্দিনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জামায়াতের স্থানীয় আমীর মাওলানা হাদিউল ইসলাম বলেন, বিএনপি নেতাকর্মীরা পরিকল্পিতভাবে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে। পরে আমাদের কয়েকজন কর্মীর বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে এবং শাহাবুদ্দিনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছে।
এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুদ্দিন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




Comments