“ন্যায়বিচার, সাম্য ও শান্তি কেবল ইসলামের মাধ্যমেই প্রতিষ্ঠিত হতে পারে”- এমন বিশ্বাসে পরিপূর্ণ বক্তব্য রাখলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
শনিবার (১ নভেম্বর) বিকেল ৪টার দিকে পটুয়াখালীর বাউফল পৌর শহরের মুসলিমপাড়া বালুর মাঠে রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার হিফজ বিভাগের সবক প্রদান উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“যদি তরুণ প্রজন্ম ২০২৪ সালের জুলাই–আগস্টে দেশের সবচেয়ে বড় ফ্যাসিস্ট শাসনকে বিদায় দিতে পারে, তবে তারাই এই বাংলাদেশে ইসলামের বিজয়ও নিশ্চিত করতে পারবে। তাদের স্লোগান ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’। কিন্তু প্রকৃত ন্যায়বিচার দিতে পারে একমাত্র ইসলামই। ইসলাম ছাড়া পৃথিবীর কোনো ব্যবস্থাই ন্যায় দিতে সক্ষম নয়।”
তিনি বলেন, “আমরা পরিবর্তনের পথে আছি। তবে সেই পরিবর্তন শুরু হতে হবে ব্যক্তিকে দিয়ে। ব্যক্তি বদলালে পরিবার বদলায়, পরিবার বদলালে সমাজ বদলায়, সমাজ বদলালে রাষ্ট্র বদলায়-এভাবেই গড়ে ওঠে ন্যায়নিষ্ঠ ও সভ্য সমাজ।”
ড. মাসুদ আরও বলেন, “আমরা চাই অন্য মাদ্রাসা, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী মূল্যবোধে গড়ে উঠুক একটি শিক্ষিত প্রজন্ম। বাউফলের পরিবর্তনের মধ্য দিয়েই আমরা বাংলাদেশকে বদলাতে চাই, আর বাংলাদেশের পরিবর্তনের মধ্য দিয়েই গোটা বিশ্বের মুসলিম সমাজে পৌঁছে দিতে চাই বিজয়ের বার্তা।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার চেয়ারম্যান, সাবেক ডিআইজি ও বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসাইন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।
শিক্ষার্থীদের সবক প্রদান করেন বিশ্বজয়ী হাফেজে কোরআন হযরত মাওলানা জাকারিয়া। অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




Comments