Image description

ফেনীর পরশুরামের সাতকুচিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি তারেক হোসেনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী, ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকাবাসী।

‎সোমবার (৩ নভেম্বর) সকালে মাদ্রাসার সামনে ম্যানেজিং কমিটি, শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের আয়োজনে মানববন্ধনে তারেক হোসেনের বিরুদ্ধে মামলা দায়েরকে 'ষড়যন্ত্র এবং মিথ্যা' আখ্যায়িত করে দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

‎মাদ্রাসার সুপার মাওলানা রশিদ আহমদ শাহীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সহ সুপার মাওলানা আবদুল করিম চৌধুরী, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা আবুল কাশেম বেলালী, খন্ডল স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সদস্য ডালিম মজুমদার, নবম শ্রেণির ছাত্রী মাইশা মাহজাবিন প্রমুখ। 

‎মানববন্ধনে বক্তারা বলেন, মাদ্রাসার সভাপতির বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহার করা না হলে লাগাতার কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

‎উল্লেখ্য, গত ২৬ শে অক্টোবর ফুলগাজীর গজারিয়ার ভারতীয় পণ্য বোঝাই  চোরাচালানবাহী গাড়ির চাপায় এক সিএনজি চালক নিহত ও তিনজন আহত হয়। এ ঘটনায় ফুলগাজী থানায় তারেক হোসেনকে প্রধান আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে পুলিশ। এ মামলা প্রত্যাহার করতে গত ৩০ অক্টোবর সংবাদ সম্মেলন করে তারেক হোসেনকে নির্দোষ দাবি করে উপজেলা বিএনপি। ১ নভেম্বর মামলা প্রত্যাহারের দাবিতে উপজেলা স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। তারেক হোসেন একই সাথে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।