ঢাকা-বরিশাল মহাসড়কে বালুর বস্তার উপর দাঁড়িয়ে থাকা বামরাইল ব্রিজের সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।
সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টায় বামরাইল ব্রিজের গোড়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাসদ উজিরপুর উপজেলা শাখার আহবায়ক আবুল কালাম মাস্টার।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ উজিরপুর উপজেলা শাখার সদস্য সচিব মঞ্জুর মোর্শেদ, বাসদ বরিশাল জেলা শাখার বর্ধিত ফোরামের সদস্য সাগর দাস আকাশ, অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম সর্দার, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ওটরা ইউনিয়ন শাখার সভাপতি লাকি বেগম, বাসদ ওটরা ইউনিয়ন শাখার আহবায়ক হরি দাস রায় ও সদস্য সচিব খোকন গাজী।
বক্তারা বলেন, “বামরাইল ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। এ ব্রিজটি বর্তমানে বালুর বস্তার উপর টিকে আছে, যা সহস্র মানুষের প্রাণকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এমন গুরুত্বপূর্ণ সেতুটি দ্রুত সংস্কার করা জরুরি।”
তারা অবিলম্বে ব্রিজটির সংস্কারের পাশাপাশি অস্থায়ীভাবে ডাইভার্শন রোডের ব্যবস্থা করে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে উপজেলা ভূমি কর্মকর্তার কাছে ব্রিজ সংস্কারের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন।




Comments