জাল দলিলের রায় স্থগিতের দাবিতে রায়গঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
জমির দলিলকে বৈধ দেখিয়ে রায় বাস্তবায়ন না করার দাবিতে সিরাজগঞ্জের রায়গঞ্জে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রায়গঞ্জ প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. হবিবুর রহমান এ সংবাদ সম্মেলন করেন।
জানা গেছে, মামলাটি বাটোয়ারা মোকদ্দমা নং-২৬৫/২০১৮, যা বর্তমানে সিরাজগঞ্জের যুগ্ম জেলা জজ আদালত-২ এ বিচারাধীন। হবিবর রহমানের অভিযোগ, জাল দলিলটির কোনো সরকারি রেকর্ড বা নকল কপি নেই, তবুও কিছু অসাধু কর্মকর্তা ও দালালের যোগসাজশে সেটিকেই প্রতিপক্ষরা বৈধ দেখানোর চেষ্টা চলছে।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, মামলাটির রায় ঘোষণার তারিখ ঘনিয়ে আসছে, এবং “অর্থের বিনিময়ে মিথ্যা দলিলের পক্ষে রায় হতে পারে।”
ভুক্তভোগী হবিবর রহমান মামলাটির রায় স্থগিত রেখে বিষয়টি জাতীয় গোয়েন্দা সংস্থা কর্তৃক তদন্তের দাবি জানান।
সংবাদ সম্মেলনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ভাই মোঃ সফিজ উদ্দিন শেখসহ অন্যান্য জমির মালিকরা। তারা বলেন, “আমরা শুধু ন্যায়ের দাবি করছি— মিথ্যা যেন সত্য না হয়, দুর্নীতি যেন আইনের ওপরে না ওঠে।”




Comments