Image description

রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও সাফল্য অর্জনের লক্ষ্যে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদ মাঠে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী রফী উদ্দীন ফয়সাল।
তিনি বলেন, “দেশের চলমান সংকট নিরসন ও জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি। জনগণের ঐক্যই পরিবর্তনের মূল শক্তি।”

সভা শেষে সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়। হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে হারামিয়া ইউনিয়ন পরিষদ মাঠ মুখরিত হয়ে ওঠে স্লোগান ও উচ্ছ্বাসে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হারামিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, এবং সঞ্চালনা করেন হারামিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফসিউল আলম রহিম,
উপজেলা বিএনপির সহসভাপতি মোক্তাদের মাওলা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন কমিশনার ও আকতার হোসেন, উপজেলা বিএনপির সদস্য আসিফ আকতার, ফাহাদ উদ্দিন জনি, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা পারভীন আকতার, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আপছার, উপজেলা যুবদল নেতা মাহিন শিকদার, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ প্রমুখ।

এছাড়াও হারামিয়া, মগধরা, কালাপানিয়া, মুছাপুর ও গাছুয়া ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার ও নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। তারা সবাই এ লক্ষ্য অর্জনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।