নড়াইলে সাইবার নিরাপত্তা ও সাইবার বুলিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার, সাইবার নিরাপত্তা ও
সাইবার বুলিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) নড়াইল
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর নড়াইলের আয়োজনে কর্মশালায়
অতিরিক্ত জেলা প্যশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে
সাইবার নিরাপত্তা ও সাইবার বুলিং সম্পর্কে বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক
শারমিন আক্তার জাহান।
কর্মশালায় ফিশিং লিংক কিভাবে জেনারেট করে, সফটওয়্যার আপডেট না থাকলে আপনার
সিস্টেম কিভাবে কম্প্রোমাইজ হতে পারে এগুলোই দপ্তর প্রধানদের সামনে তুলে ধরা হয়।
কর্মশালায় রিসোর্সপারসন হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও জেলা
কার্যালয়ের প্রোগ্রামার জয়ন্ত কুমার মন্ডল, সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার কিশোর কুমার বিশ্বাস।
বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তি আমাদের কল্যাণে যেমন ব্যবহার হচ্ছে, তেমনি এর অপব্যবহারও
হচ্ছে। একটি দুষ্টচক্র তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আমাদের ক্ষতি করে চলেছে। সে কারনে সাইবার
নিরাপত্তার দিকে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ সতর্ক থাকতে হবে। একইসঙ্গে
তথ্যপ্রযুক্তির এই যুগে সাইবার বুলিং এর শিকার হয়ে অনেক তরুনীসহ নানা শ্রেণীপেশার মানুষ
হয়রানির শিকার হচ্ছে। এ কারনে আমরা সব সময় এসব বিষয়ে সতর্ক থাকবো।
কর্মশালায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।




Comments