ঝিনাইদহ শহরে কুকুরের কামড়ে অন্তত ২০ জন আহত হয়েছে। রোববার বিকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত এ ঘটনা ঘটে।
আহতদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে, জেলা শহরের হামদহ মোল্লাপাড়া এলাকায় বিকালে একটি কুকুর একজন পথচারীকে কামড়ে দেয়। এরপর হামদহ, কাঞ্চনপুর, মোল্লাপাড়া এলাকায় একে একে পথচারী ও রাস্তার পাশে দাড়িয়ে থাকা শিশু, মধ্য বয়সী সহ বিভিন্ন বয়সের মানুষকে কামড়াতে থাকে। এরপর সন্ধ্যায় সরকারি বালক বিদ্যালয়ের সামনে শিশুকে বাঁচাতে গেলে এক যুবককে কামড়ে দেয় কুকুর। একই ভাবে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কার্যালয়ে ঢুকে একজনকে এবং কাঠ পোট্রি এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে থাকা ইসলামী বিশ্বদ্যিালয়ের এক শিক্ষার্থীকে কামড়ে দেয়। পর্যায়ক্রমে আহতদের সদর হাসপাতালে এনে প্রাথমিক ভাবে চিকিৎসা দেওয়া হয়।
সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ছোয়া ইসরাইল বলেন, ‘কুকুরে কামড়ানো রোগীদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত।’




Comments