নয়দিন বন্ধ থাকার পর কাল থেকে চালু হচ্ছে উত্তরা ইপিজেডের চার ফ্যাক্টরী
নয়দিন বন্ধ থাকার পর আগামীকাল মঙ্গলবার থেকে আবারো চালু হচ্ছে নীলফামারীর উত্তরা ইপিজেডের চার ফ্যাক্টরী। এর আগে, ২৫ অক্টোবর বিকেলে বেতন ভাতা, বোনাসসহ বিভিন্ন দাবী বাস্তবায়নে আন্দোলনের মুখে চারটি ফ্যাক্টরী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
চার ফ্যাক্টরীর মধ্যে রয়েছে দেশবন্ধু টেক্সটাইল মিল লিমিটেড, সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড, মেইগো বাংলাদেশ লিমিটেড ও ইপিএফ প্রিন্টিং লিমিটেড।
সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক আতিকুল ইসলাম জানান, রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ছিলো। এমন পরিস্থিতিতে আবারো ফ্যাক্টরী চালুর দাবী জানায় শ্রমিকরা। তাদের দাবীর প্রেক্ষিতে ফ্যাক্টরী চালু করার সিদ্ধান্ত নেয়া হয়। আমাদের ফ্যাক্টরীতে সাড়ে তিন হাজার শ্রমিক রয়েছেন।
ইপিজেড সুত্র জানায়, এই চার ফ্যাক্টরীতে শ্রমিক রয়েছেন সাড়ে ছয় হাজার।
উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোনের (ইপিজেড) নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার জানান, শ্রমিকদের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার থেকে বন্ধ থাকা চার ফ্যাক্টরী চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এদিন থেকে স্বাভাবিক ভাবে কার্যক্রম শুরু হবে এবং শ্রমিকদের যথাসময়ে ফ্যাক্টরী আসার আহবান জানানো হয়েছে।
প্রসঙ্গত, উত্তরা ইপিজেডের ২৭টি ফ্যাক্টরীতে শ্রমিক রয়েছেন ৩৫হাজার।




Comments