গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন দুই শতাধিক কোচ সম্প্রদায়ের আদিবাসী
গাজীপুরে বিএনপিতে যোগ দিয়েছেন দুই শতাধিক কোচ সম্প্রদায়ের আদিবাসী। সোমবার (৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলার নৌলাপাড়ার জেসন গেইট এলাকায় কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু তাদের বিএনপিতে স্বাগত জানান।
গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লীর সভাপতিত্বে এবং বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রূপচান বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, বিএনপি নেতা জয়নাল আবেদীন রিজভী, ফজলুল হক মুসল্লী, আদিবাসী নেতা অবিনেষ চন্দ্র বর্মন, নারায়ণ চন্দ্র বর্মন, সুভাস চন্দ্র বর্মন, সম্মিলিত আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক দিপক কোচ প্রমুখ।




Comments