চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে ৭৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের সামনে কাপ্তাই সড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— আদিলপুর গ্রামের নাজিমের বাড়ির মৃত এজলাস মিয়ার মেয়ে ফরিদা বেগম (৫৪) এবং রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের আদর্শ গ্রামের আবুল কাশেমের ছেলে মো. হেলাল (২৫)।
পুলিশ জানায়, গত রবিবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের সামনে কাপ্তাই সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। অভিযানে একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ৭৫ লিটার মদ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়। সেই সঙ্গে মাদক পরিবহন কাজে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




Comments