Image description

ইউনাইটেড বাসে টিকিটবিহীন যাত্রীকে তুলে হয়রানি করার অভিযোগ উঠেছে। যাত্রীদের অভিযোগ, এটি এখন বাসটির দৈনিক রুটিনে পরিণত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর ২০২৫) দুপুরে ঢাকা-ময়মনসিংহ রুটের ১২-৪৪৬৬ নম্বর ইউনাইটেড বাসে ত্রিশাল এলাকায় কয়েকজন যাত্রীকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে দুর্ভোগ সৃষ্টি করা হয়। যাত্রী আজিজুল হক ও জাহিদ হাসান জানান, ড্রাইভার ও হেলপারের যোগসাজশে টিকিটবিহীন যাত্রীকে গাড়ি থেকে নামানো হয়, ফলে সেবার মান হ্রাস পাচ্ছে।

জাহিদ হাসান বলেন, “ড্রাইভারকে তার নাম জানতে চাইলে তিনি ঔদ্ধত্যের সুরে উত্তর দেন, ‘আমার নাম মুকসেদুল। আপনি ঢাকা-ময়মনসিংহ বিচার দিয়ে পারলে আমাকে কিছু করে দেখান।’ পরে ড্রাইভার, হেলপার ও ত্রিশালের কাউন্টার মাস্টার যাত্রীদের হুমকিও দেন।”

ইউনাইটেড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করেননি। ময়মনসিংহের স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলেও ফোনটি বন্ধ পাওয়া গেছে।