পটুয়াখালীর বাউফল সদর ইউনিয়নের বরইতলা এলাকায় সোমবার (৩ নভেম্বর) দুপুর ১টার দিকে একদল কিশোর গ্যাং বসত ঘরে হামলা চালিয়ে নারী, পুরুষ ও শিশুদের মারধরের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে অলিপুরা গ্রামের গাজী বাড়ীর নূর হোসেনের ঘরে হামলা চালায় স্থানীয় খলিল ফেদার ছেলে জাহিদুলের নেতৃত্বে ২০–২৫ জন কিশোর। তাদের হাতে ছিল চাকু (সিক্স গিয়ার)। তারা নূর হোসেনের ছেলে নাঈম মুন্সীকে (২০) খুঁজে পাননি। এরপর বসত ঘরের দরজা ভেঙে লুটপাট করে এবং আলমিরা ভেঙে নগদ চার লাখ টাকা নিয়ে যায়। বাধা দিলে নূর হোসেন ও তার স্ত্রীকে মারধর করা হয়।
আহত নূর হোসেন মুন্সী অভিযোগ করেন, “আমার স্ত্রীকে বেধড়ক পেটানো হয়েছে। আমাকে লাঠি ও রড দিয়ে আঘাত করেছে। ঘরে থাকা চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। আমি এখন নিঃস্ব।” তিনি হামলাকারীদের মধ্যে চারজনকে শনাক্ত করেছেন—জাহিদুল, নীরব ও নিশাত (পিতা: নুর ইসলাম, দাসপাড়া), যাদের নেতৃত্বে কিশোর গ্যাংটি হামলা চালিয়েছে।
অভিযুক্ত জাহিদুল স্বীকার করেছেন যে, তিনি ও তার দুই ভাগ্নে ঘটনার সঙ্গে জড়িত ছিলেন এবং পূর্বদিনের বাজারে নাঈমের সঙ্গে সংঘর্ষের ধারাবাহিকতায় হামলা করা হয়েছে।
বাউফল থানার ওসি আখতারুজ্জামান সরকার বলেন, “এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”




Comments