এককালের জাতীয় পার্টি ও বিএনপির নেতা জামায়াতে ইসলামীতে যোগদান
বরগুনা জেলার বামনা উপজেলার তিনবারের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মাঞ্জুরুর রব মুর্তযা আহসান মামুন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। রবিবার (২ নভেম্বর) বিকেলে বরগুনা জেলা জামায়াতের আমীর মাওলানা মুহিব্বুল্লাহ হারুনের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তিনি এই যোগদান সম্পন্ন করেন।
নিজের ফেসবুক পোস্টে মামুন তার দীর্ঘ রাজনৈতিক জীবন ও দলীয় অভিজ্ঞতা তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেছেন, “দলীয় রাজনীতিকে আমি কখনো ক্ষমতার হাতিয়ার হিসেবে দেখিনি। রাজনীতি মানে সাধারণ মানুষের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলার আন্তরিক প্রয়াস।”
মামুন ১৯৮৭ সালে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক পদ থেকে ইস্তফা দিয়ে বামনায় ফিরে জাতীয় পার্টিতে যুক্ত হন। ২০০২ সালে বিএনপিতে যোগ দেন এবং বরগুনা জেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে উপজেলা নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের কারণে বিএনপি থেকে বহিষ্কৃত হন।
বহিষ্কারের পর দীর্ঘদিন নির্দলীয় অবস্থানে থেকে শিক্ষা, সমাজসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন মামুন। বিএনপির অভ্যন্তরীণ সংকট ও নৈতিক অবক্ষয় দেখে তিনি জামায়াতে ইসলামীতে যোগদানের সিদ্ধান্ত নেন।
যোগদান অনুষ্ঠানে জেলা আমীর মাওলানা মুহিব্বুল্লাহ হারুন তাকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বরগুনা-২ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. সুলতান আহমদ, জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আবু জাফর মো. সালেহ, সহকারী সেক্রেটারি মো. শামীম আহসান, গাজীপুর জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং বামনা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল জলিল আকন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ।




Comments