Image description

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় আবারও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ ও রক্তপাতের ঘটনা ঘটেছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার নাওডোবা ইউনিয়নের লতিফ ফকিরের কান্দি এলাকায় সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লতিফ ফকির এবং ফয়জুল করিম মাদবরের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। সোমবার দুপুরে সরকারি একটি খাস জমিতে মসজিদ নির্মাণ কাজ শুরু করেন ফয়জুল করিমের অনুসারীরা। খবর পেয়ে লতিফ ফকিরের সমর্থকরা সেখানে গিয়ে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।

দুই পক্ষের সমর্থকরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। একপর্যায়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে, যা পুরো এলাকা কাঁপিয়ে দেয়। আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পদ্মা সেতু দক্ষিণ থানার একটি পুলিশ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকা থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, এই এলাকায় আধিপত্য বিরোধ নতুন নয়। প্রায়ই ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষ ও বোমা বিস্ফোরণ ঘটে। সাধারণ মানুষ আতঙ্কিত, এবং এলাকার প্রবীণরা প্রশাসনের কাছে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যেন নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়।

জাজিরা এখন যেন বোমার আতঙ্কে বসবাস করছে। সামান্য বিরোধেই শুরু হচ্ছে সংঘর্ষ, বিস্ফোরণ ও রক্তপাত।