বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী পূর্বপাড়া তিনমাথা মোড়ের রাস্তার ধারে অপরিকল্পিত ড্রেন নির্মাণের কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে পথচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ চলাচলে বিপাকে পড়েছেন।
স্থানীয়রা জানান, পূর্বে নির্মিত ড্রেনটি পুরো রাস্তায় না করে মধ্যবর্তী ২০০–২৫০ মিটার অংশ বাদ দিয়ে নির্মাণ করা হয়েছে। এছাড়া পাশ্ববর্তী জমিতে পানি যাওয়ার বাধার কারণে জলাবদ্ধতার সমস্যা আরও বৃদ্ধি পেয়েছে।
শিবগঞ্জ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম জানিয়েছেন, তিনি ইতিমধ্যে স্থানীয়দের সঙ্গে আলোচনা করেছেন। স্থানীয় সহযোগিতা পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।




Comments