কুন্দারহাট হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান: অবৈধ গাড়ি পার্কিং দমন
কুন্দারহাট হাইওয়ে পুলিশ সোমবার (৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের বারপুর মোড় থেকে মহাস্থান পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে পার্ক করা গাড়ির বিরুদ্ধে ১০টি মামলা দায়ের করেছে।
পুলিশ সুপার মোঃ শহিদ উল্লাহ্ জানান, অভিযান মূলত চালক ও সহযোগীদের সচেতন করার জন্য এবং দুর্ঘটনা প্রতিরোধে নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে যাতে মহাসড়কে শৃঙ্খলা বজায় থাকে এবং সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারে।
কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান ও অন্যান্য কর্মকর্তারা অভিযানে অংশ নেন।




Comments