Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সিরাজগঞ্জে বিএনপি পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেছে, তবে সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদরের একাংশ) আসনটি এখনও ফাঁকা রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, এই আসনে জোটের প্রার্থী থাকবেন।
বিএনপি ঘোষিত প্রার্থীরা হলো:


সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ-কামারখন্দ): ইকবাল হাসান মাহমুদ টুকু (বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী)


সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ): ভিপি আয়নুল হক (জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক)


সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া): এম আকবর আলী (সাবেক সংসদ সদস্য)


সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী): আমিরুল ইসলাম খান আলীম (দলটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক)


সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর): ডা. এম এ মুহিত (জেলা বিএনপির উপদেষ্টা)


তালিকা ঘোষণার পর সিরাজগঞ্জের তৃণমূল নেতাকর্মীরা উৎফুল্ল হয়েছেন এবং প্রার্থীদের পক্ষে মাঠে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।