৪৮ ঘণ্টার আল্টিমেটাম: মুরাদনগরে শিশু আদিবা হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
কুমিল্লার মুরাদনগরে ছয় বছরের শিশু আদিবা জাহান মীম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘাতকদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার সকালে বাঙ্গরা বাজার থানার সীমানারপাড় গ্রামে এ কর্মসূচি পালন করেন এলাকাবাসী।
সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে সীমানারপাড় গ্রাম থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে দৌলতপুর, বাঙ্গরা জেলা পরিষদ মার্কেট ঘুরে থানার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এর আগে বাঙ্গরা বাজার–কোম্পানীগঞ্জ–নবীনগর সড়কে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভে দুই সহস্রাধিক নারী-পুরুষ, শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, “শিশু আদিবার হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে, নইলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
বক্তারা আরও বলেন, “যথাযথ বিচার নিশ্চিত করা গেলে ভবিষ্যতে কেউ এমন নির্মম অপরাধ করার সাহস পাবে না।”
সমাবেশে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, নিহত আদিবার বাবা আবু হানিফ, মা জান্নাত আক্তার, বাঙ্গরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী আবদুল বাছির, নুরুল ইসলাম নুরু মাস্টার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান। তিনি সমাবেশে আশ্বাস দিয়ে বলেন, “খুব দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা হবে এবং হত্যার রহস্য উদঘাটন করা হবে।”
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর (শুক্রবার) মুরাদনগরের সীমানারপাড় গ্রামের আবু হানিফের ছয় বছরের মেয়ে আদিবা জাহান মীম নিখোঁজ হয়। নিখোঁজের সাত দিন পর ৩০ অক্টোবর, পাশের বাড়ির একটি পুকুর থেকে গলায় ও হাতে রশি বাঁধা অবস্থায় তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনাটি এলাকায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। এ ঘটনায় শিশুর বাবা আবু হানিফ বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলা দায়ের করেছেন।




Comments